জুবায়ের হামজা - ছবি : সংগৃহীত

সবুজদেশ ডেস্কঃ

মাদক গ্রহণের দায়ে নিষিদ্ধ হয়েছেন দক্ষিণ আফ্রিকার টেস্ট ক্রিকেটার জুবায়ের হামজা।

ক্রিকেট সাউথ আফ্রিকার (সিএসএ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৭ জানুয়ারি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) মাদক পরীক্ষায় পরীক্ষায় তার দেহে নিষিদ্ধ ঘোষিত মাদকের উপাদান পাওয়া গেছে।

সিএসএ জানায়, পরীক্ষার ফল পজিটিভ হওয়ায় স্বেচ্ছায় নিষিদ্ধাদেশ মেনে নিয়েছেন জুবায়ের হামজা।

২৬ বছর বয়সি এই ক্রিকেটার জাতীয় দলের হয়ে এ পর্যন্ত ছয়টি টেস্ট এবং একটি আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচ খেলেছেন।

গত ১৭ জানুয়ারি মাদক পরীক্ষার জন্য নুমনা দিয়েছিলেন হামজা।

সিএসএ জানায়, ‘জুবায়ের এই পরীক্ষার ফল মেনে নিয়েছেন। তিনি আইসিসিকে পুরোপুরি সহযোগিতা করেছেন এবং স্বেচ্ছায় নিষিদ্ধাদেশ মেনে নিয়েছেন।’

‘জুবায়ের দেহে পাওয়া ফুরোসেমাইড কোনো শক্তিবর্ধক পদার্থ নয় এবং কিভাবে সেটি তার দেহে প্রবেশ করেছে- সেটা চিহ্নিত করতে পেরেছেন।’

বাংলাদেশের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজের জন্য ঘোষিত প্রোটিয়া দলে ছিলেন জুবায়ের। কিন্তু সিরিজ শুরুর আগমুহূর্তে ‘ব্যক্তিগত কারণ’ উল্লেখ করে স্কোয়াড থেকে তার নাম প্রত্যাহার করে সিএসএ।

সূত্র : বাসস

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here