কক্সবাজারঃ

বাংলাদেশ মিয়ানমার সিমান্তে ৩৪ নাম্বার পিলারের মিয়ানমারের অভ্যন্তরে মাইন বিষ্ফোরনে ১০ রোহিঙ্গা শিশু নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে আরো ৫ শিশু। গতকাল মঙ্গলবার তারিখ বিকেল আনুমানিক ৪টার দিকে এই মাইন বিষ্ফোরনের ঘটনা ঘটে।

জানা গেছে, বাংলাদেশ-মায়ানমার সীমান্ত মেইন পিলার-৩৪ মিয়ানমারের অভন্তরে গ্রামে ১৫-২০ রোহিঙ্গা শিশুরা খেলা করছিলো। এই সময় পূর্বে মাটির নিছে পুতে রাখা মাইন বিস্ফোরনে ১০ জন রোহিঙ্গা শিশু ঘটনাস্থলে নিহত হয়। আহত হয় আরও ৫ শিশু। তবে কে বা কাহারা মাইন পুতে রাখেছে তার সঠিক তথ্যে এখনো পাওয়া যায়নি ।

মায়ানমারের সেনাবাহিনী বা সিমান্তরক্ষি বাহিনী অথবা আরাকান আর্মি মাইন স্থাপন করেছে কি না এখনও এর দায় স্বীকার করেনি। তবে স্থানীয় জনগণের ধারনা আরাকান মিয়ানমার সেনাবাহিনীর মাইন বিস্ফোরনে শিশু গুলো নিহত হয়েছে।

নিহত শিশুরা হলো মোঃ এমরান ১০ পিতাঃ শামসু; মোঃ ইয়াছিন উল্লাহ ১০ পিতাঃ আব্দুল জব্বার; আব্দুর রহমান ১০ পিতাঃ মোস্তাফা কামাল; মোঃ আলিম ৮ পিতাঃ সলিম; আলী জোহার ১৮, পিতাঃ সুলতান আহমেদ; মোঃ আজিজুল্লাহ ৮ পিতাঃ মোস্তাফা কামাল; মোঃ আরব উল্লাহ ৮ পিতাঃ জোহার; আবু তাহের ১০ পিতাঃ সৈয়দ; আমি রাখিন ৮ পিতাঃ হাফেজ আহমেদ; আব্দুল মান্নান ৭ পিতাঃ আব্দুস সালাম। তাদের সবার বাড়ি মিয়ানমারের বুথিডং এলাকায়।

কক্সবাজারের বিজিবি জানিয়েছেন, সিমান্তের ৩৪ নাম্বার পিলারের মিয়ানমারের অভ্যন্তরে মাইন বিষ্ফোরনে ১০ রোহিঙ্গা শিশু নিহত হওয়ার খবর পেয়েছেন। এটি মিয়ানমারের অভ্যন্তরিন বিষয়।

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here