dig

বাগেরহাট প্রতিনিধিঃ

সরকারের নির্দেশে মোংলায় মাঠে নেমেছে নৌ বাহিনী। বুধবার (২৫ মার্চ) দুপুর সাড়ে ১২ টায় নৌবাহিনীর ‘মোংলা কন্টিনজেন্ট’ মোংলা বন্দর এলাকা, পৌর শহর ও শহরতলীতে তাদের কার্যক্রম শুরু করেছে।

নৌবাহিনীর মোংলা কন্টিনজেন্ট কমান্ডার লে: কমান্ডার সালাউদ্দিন জানান, করোনা ভাইরাস সম্পর্কে জনসাধারণের মধ্যে সচেতনতা সৃষ্টি ও স্থানীয় প্রশাসনকে সহায়তা করার জন্য মোংলায় নেমেছে নৌবাহিনী। বিদেশ থেকে আগতদের নিজ বাড়ীতে থাকা এবং করোনা সংক্রমন রোধে সরকারের দেয়া সকল নির্দেশনা পালন ও বাস্তবায়ন করবে নৌবাহিনী।

নৌবাহিনীর মোংলা কন্টিজেন্টের দুই প্লাটুনে সদস্য রয়েছেন ২০ জন। দুপুরে উপজেলা নির্বাহী অফিসার মো: রাহাত মান্নানের সাথে বৈঠক শেষে সরকারের নির্দেশনা অনুযায়ী স্থানীয় প্রশাসনকে সহায়তা করবেন বলেও জানান তিনি।

নৌবাহিনীর মোংলা কন্টিনজেন্ট কমান্ডার লে: কমান্ডার সালাউদ্দিন আরও বলেন, ‘করোনাভাইরাস প্রতিরোধ কার্যক্রমের অংশ হিসেবে এখানে নিয়োজিত হয়েছি। পুলিশ, স্থানীয় প্রশাসন অর্থাৎ উপজেলা নির্বাহী অফিসারের সাথে একসাথে কাজ করবো।’

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here