যশোরঃ

এপাচি মোটরসাইকেলের কাটা ট্যাংকির মধ্যে চট্টগ্রাম থেকে যশোরে নিয়ে আসা হতো ইয়াবা। সেই মোটরসাইকেলসহ দুই ইয়াবা কারবারিকে আটক করেছে যশোরের গোয়েন্দা পুলিশ। উদ্ধার করেছে ২৬শ’ পিস ইয়াবা। 

সোমবার রাতে অভিযান চালিয়ে ওই মোটরসাইকেল উদ্ধার করা হয়। এ ঘটনায় মঙ্গলবার যশোর কোতোয়ালি মডেল থানায় মামলা হয়েছে। 

আটককৃতরা হলেন, যশোর শহরের সিটি কলেজপাড়া এলাকার আব্দুস সালাম ওরফে চা সালামের ছেলে মুক্তার হোসেন বাবু ও আরএন রোড এলাকার ওহাব আলীর ছেলে শরিফুল ইসলাম। 

যশোর গোয়েন্দা পুলিশের ওসি সোমেন দাস জানান, উদ্ধারকৃত ওই এপাচি মোটরসাইকেলটির দুটি ট্যাংকি রয়েছে। একটিতে অভিনব কায়দায় কেটে নেয়া। আটককৃতরা যখন চট্টগ্রামে গিয়ে ইয়াবা নিয়ে আসতো তখন ওই কাটা ট্যাংকিটি লাগিয়ে নিত। অন্য সময় গাড়িতে ভালো ট্যাংকি লাগানো থাকত।

মঙ্গলবার পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে পুলিশ শহরের সার্কিট হাউসের সামনের রাস্তায় চেকপোস্ট বসিয়ে দুই মোটরসাইকেল আরোহী শরিফুল ও মুক্তার হোসেনকে আটক করে। 

এ সময় তাদের কাছ থেকে ২শ’ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী শহরের টালিখোলার শরিফুলের ভাড়া বাসায় অভিযান চালিয়ে একটি এপাচি মোটরসাইকেল উদ্ধার করা হয়। অভিনব কায়দায় ইয়াবা বহনের জন্য ট্যাংকিটি কাটা। এ সময় গাড়ি থেকে আরও ২৪শ’ পিস ইয়াবা উদ্ধার করা হয়। 

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here