ফাইল ফটো

যশোরঃ

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ২১৫ জনের নমুনা পরীক্ষা করে ৩৮ জনের পজিটিভ এবং ১৭৭ জনের নেগেটিভ ফল এসেছে। সোমবার এ ফল ঘোষণা করা হয়।

পরীক্ষক দলের সদস্য ও এনএফটি বিভাগের চেয়ারম্যান ড. শিরিন নিগার জানান, যশোরের ৮২ জনের নমুনা পরীক্ষা করে ১৮, নড়াইলের ২৩ জনের পরীক্ষা করে পাঁচ, ঝিনাইদহের ৫৩ জনের মধ্যে ছয়, বাগেরহাটের ৯ জনের মধ্যে চার এবং সাতক্ষীরার ৪০ জনের নমুনা পরীক্ষা করে পাঁচজনের নমুনাতে কোভিড-১৯ পজিটিভ পাওয়া গেছে। আর মাগুরার আটজনের নমুনা পরীক্ষা করে সবার ফল নেগেটিভ এসেছে।

পরীক্ষাসংক্রান্ত সব তথ্যসংশ্লিষ্ট জেলার সিভিল সার্জন অফিসে পাঠানো হয়েছে।

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here