ফাইল ফটো

যশোরঃ

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় জেনোম সেন্টারের পরীক্ষায় আরো ৪০টি নমুনা পজেটিভ বলে শনাক্ত করা হয়েছে।

বুধবার পরীক্ষা শেষে বৃহস্পতিবার এই ফলাফল ঘোষণা করা হয়।

বিশ্ববিদ্যালয়ের অণুজীববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও পরীক্ষণ দলের সদস্য ড. তানভীর ইসলাম এই তথ্য দিয়েছেন।

জানানো হয়েছে, বুধবার যবিপ্রবি ল্যাবে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পাঁচ জেলার মোট ১৬৫টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১২৫টি নেগেটিভ হয়েছে।

এদিন যশোরের ৭৬টি নমুনা পরীক্ষা করে ২০টিকে পজেটিভ বলে শনাক্ত করা হয়।

এছাড়া খুলনার দশটি নমুনা পরীক্ষা করে একটি, মাগুরার ২৫টির মধ্যে নয়টি, সাতক্ষীরার ৪২টির মধ্যে পাঁচটি এবং বাগেরহাটের ১২টির মধ্যে পাঁচটি নমুনা পজেটিভ ফল দেয়।

পরীক্ষা সংক্রান্ত সব তথ্য সংশ্লিষ্ট জেলাগুলোর সিভিল সার্জন অফিসে পাঠানো হয়েছে বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানান।

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here