যশোরঃ

যশোরের শার্শা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৪৩ পিস স্বর্ণবার (৫ কেজি ১৪ গ্রাম) উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। অভিযানের টের পেয়ে স্বর্ণবারগুলো ফেলে পার্শ্ববর্তী ইছামতি নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যায় পাচারকারীরা।

শুক্রবার (১৪ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার অগ্রভুলোট সীমান্ত থেকে স্বর্ণের চালানটি জব্দ করা হয়।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তানভীর রহমান জানান, শার্শার অগ্রভুলোট সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ স্বর্ণের চালান ভারতে পাচার হবে— এমন সংবাদের ভিত্তিতে উত্তর অগ্রভুলোট নামক স্থানে নদীর পাড়ে অবস্থান নেয় বিজিবির একটি বিশেষ টহল দল। কিছু সময় পর তিনজন ব্যক্তি ওই স্থান অতিক্রম করার সময় টহল দলের সন্দেহ হয়। এসময় তাদের থামতে বললে স্বর্ণের ব্যাগ ফেলে ইছামতি নদীতে ঝাঁপ দেয় তারা। পরে ব্যাগ তল্লাশি করে ৫ কেজি ১৪ গ্রাম ওজনের মোট ৪৩ পিস স্বর্ণবার উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য তিন কোটি ৪৯ লাখ ৫৯ হাজার ৫৩৪ টাকা। পলাতক পাচারকারীদের আটকের চেষ্টা চলছে।

চোরাচালান প্রতিরোধে খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়ন সর্বদা তৎপরতা রয়েছে বলেও তিনি জানান।

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here