যশোর প্রতিনিধিঃ

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে কোয়ারেন্টাইনে থাকা ভারত ফেরত এক কিডনি রোগীর মৃত্যু হয়েছে। করোনা আক্রান্ত সন্দেহে বেসরকারি হাসপাতাল ডায়ালাইসিস করতে রাজি না হওয়ায় তার মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার ভোরে যশোর জেনারেল হাসপাতালের চিকিৎসক ওবায়দুল কাদির উজ্জ্বল তাকে মৃত ঘোষণা করেন। নিহত আলমগীর কবীর যশোরের চৌগাছা উপজেলার বাসিন্দা।

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আরিফ আহমেদ বলেন, ১০ এপ্রিল চৌগাছা উপজেলার এক বাসিন্দা ভারত থেকে কিডনি রোগের চিকিৎসা নিয়ে দেশে ফেরেন। শরীরে করোনাভাইরাসের উপসর্গ না থাকলেও সরকারি নির্দেশনার কারণে তাকে হাসপাতালের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়। ওই রোগীর নিয়মিত ডায়ালাইসিস করার প্রয়োজন ছিল। কিন্তু করোনার ভয়ে যশোরের কোনো বেসরকারি হাসপাতাল তার ডায়ালাইসিস করতে রাজি হয়নি। বুধবার রাতে ওই রোগীর রিপোর্ট পাওয়া যায়। দেখা যায়, তিনি করোনা নেগেটিভ। এরপর ইবনে সিনা হাসপাতাল ডায়ালাইসিস করাতে রাজি হয়। বৃহস্পতিবার সকালে তার ডায়ালাইসিস করার কথা ছিল। কিন্তু ভোরেই তার মৃত্যু হয়।

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here