যশোরঃ

গত ২৪ ঘণ্টায় যশোরে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ৪৮ জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ৫১৪ জনে। এখন পর্যন্ত মারা গেছে ৭ জন। আর সুস্থ হয়েছে ১৫৭ জন।

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারের পরীক্ষণ দলের সদস্য ড. শিরিন নিগার জানান, জিনোম সেন্টারে শনিবার (২৭ জুন) যশোরের ১২৮ জনের মধ্যে নমুনা পরীক্ষা করা হয় এতে করোনা পজিটিভ আসে ৪৮ জনের,

যশোরের সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন জানান, যবিপ্রবি ল্যাবের ফলাফলে যশোরে ৪৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এসব রোগীর বর্তমান বাসস্থান লকডাউন করার পাশাপাশি তাদের আইসোলেশনে রাখার ব্যবস্থা করা হচ্ছে।

তিনি আরও বলেন, সংক্রমণের ভিত্তিতে যশোরের ২৪টি এলাকায় রেড জোন এবং লকডাউন কার্যকর করা হয়েছে। নতুন আক্রান্তদের ক্ষেত্রেও প্রয়োজনে একই পদ্ধতি অনুসরণ করা হবে।

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here