যশোরঃ

যশোরের সদর উপজেলার দিয়াপাড়া গ্রামে ছোট ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে নজরুল ইসলাম নজু কাজী (৫৫) নামে এক ব্যক্তি মারা গেছেন।

জমি-জমা নিয়ে বিরোধের জের ধরে শুক্রবার (২৬ জুন) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে অভিযুক্ত রাজ্জাক কাজী পলাতক রয়েছে। নিহত নজু কাজী ওই গ্রামের গণি কাজীর ছেলে।

নিহতের ছেলে কাজী মনিরুল ইসলাম জানান, তার দাদা কয়েক মাস হলো মারা গেছেন। তার মৃত্যুর পর থেকে জমি-জমা নিয়ে তার বাবা নজু কাজী ও ছোট চাচা রাজ্জাক কাজীর সাথে বিরোধ চলছিল। সকাল ১০টার দিকে নিজ বাড়ির উঠানেই আবারও দুইভাইয়ের মধ্যে গোলযোগ শুরু হয়। দীর্ঘসময় বাকবিতণ্ডার একপর্যায়ে রাজ্জাক কাজী একটি গাছি দা এনে নজু কাজীর গলায় কোপ দেয়। এরপর গুরুতর অবস্থায় তাকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, ঘটনার পর রাজ্জাক কাজীকে আটক করা হলেও অন্য চাচারা তাকে ছেড়ে দেয়।

এদিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। যশোর কোতোয়ালী থানার ওসি (অপারেশন) ইন্সপেক্টার সুমন কুমার ভক্ত জানান, পারিবারিক বিরোধের জের ধরে ছোট ভাইয়ের হাতে নজু কাজী খুন হয়েছেন। পুলিশ অভিযুক্ত রাজ্জাক কাজীকে ধরতে অভিযান শুরু করেছে।

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here