যশোরঃ

বাংলাদেশ বর্ডার গার্ড-বিজিবির অভিযানে যশোরের হামিদপুর থেকে এক লাখ ৯০ হাজার ইউএস ডলারসহ চার জন  হুন্ডি ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

আটক ব্যক্তিরা হলো—  মিঠু মণ্ডল (২৭), শহিদুল ইসলাম (২৩),সোহেল রানা ওরফে  হযরত (৪০) ও রাকিবুল হাসান সাগর (২০)।

শুক্রবার (২২ জানুয়ারি) বিজিবি যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধিনায়ক লে.কর্নেল সেলিম রেজা এ তথ্য জানান।

লে.কর্নেল সেলিম রেজা বলেন, ‘বিপুল পরিমাণ ইউএস ডলার পাচারের উদ্দেশ্যে চার হুন্ডি ব্যবসায়ী বেনাপোল থেকে লোকাল বাসে করে যশোরে আসে।এরপর  ঢাকাগামী বাসের জন্য অপেক্ষা করছিল তারা। তখন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি যশোর ব্যাটালিয়নের অধিনায়কের নির্দেশে সহকারী পরিচালক মোহাম্মদ ফারুক হোসেনের নেতৃত্বে  বিশেষ অভিযান চালানো হয়। পাচারকারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলেও তাদেরকে আটক করা হয়।’

সেলিম রেজা জানান, আটক ব্যক্তিদের কোমরে বিশেষ কায়দায় ডলার লুকানো ছিল। তাদের কাছ থেকে ১৯টি বান্ডিলের প্রতিটিতে ১০ হাজার করে মোট এক লাখ ৯০ হাজার ইউএস ডলার উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা স্বীকার করেছে যে, তারা হুন্ডি ও সোনা চোরাকারের সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here