কুষ্টিয়াঃ

আবরারের মা রোকেয়া বেগম বলেন, এক ছেলেকে হারিয়েছি আরেক ছেলেকে হারাতে চাই না। আমার এক ছেলে নেই, এখন সব বিশ্ববিদ্যালয় কলেজের ওরাই আমার ছেলে। ওদের ওপর যেন কোনো অত্যাচার না হয়।

বৃহস্পতিবার দুপুরে আবরারের মা বলেন, আমার ছেলের জন্য সব ছেলেরা রাজপথে নেমেছে। আমি চাই না আমার মত আর কোন মায়ের বুক খালি হয়। আমার এক ছেলে নেই, এখন সব বিশ্ববিদ্যালয় কলেজের ওরাই আমার ছেলে। ওদের ওপর যেন কোন অত্যাচার না হয়।

তিনি বলেন, যে ভিসি আমার ছেলেকে নিরাপত্তা দিতে পারল না, সেই ভিসি কিভাবে হাজার হাজার ছেলেমেয়ের নিরাপত্তা দেবে। আমরা চরম নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছি। এক ছেলেকে হারিয়েছি আরেক ছেলেকে হারাতে চাই না। আমি ওর নিরাপত্তা চাই।

আবরার মা বলেন, আমার ছেলেকে যারা মেরেছে তাদের আমি শাস্তি চাই, তাদের বুয়েট থেকে বহিষ্কার চাই। আমার বড় ছেলেকে সবচেয়ে বড় ডিগ্রি নিতে ওখানে পাঠিয়েছিলাম। সেই স্বপ্ন আমার পূরণ হল না। আমার সেই স্বপ্ন যেন ছোট ছেলেকে দিয়ে পূরণ করতে পারি।

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here