সবুজদেশ ডেস্কঃ

কেনিয়ার উপকূলীয় অঞ্চল মালিন্দিতে ধর্মযাজকের নির্দেশে যিশুর সাক্ষাতের আশায় অনাহারে মৃত্যুর সংখ্যা বেড়ে ৯০ জনে পৌঁছেছে।  

স্থানীয় সময় মঙ্গলবার (২৫ এপ্রিল) পর্যন্ত সবমিলিয়ে ৯০ জন মারা যাওয়ার খবর পাওয়া গেছে।

বার্তা সংস্থা এপি এক প্রতিবেদনে জানিয়েছে, কেনিয়ার সমুদ্র উপকূলীয় অঞ্চল মালিন্দিতে একটি বিশালাকার কৃষি খামার চালাতেন পল ম্যাকেঞ্জি নামের এক ধর্মযাজক। তিনিই তার অনুসারীদের নির্দেশ দেন, যিশুর সাক্ষাৎ পেতে হলে অনাহারে থাকতে হবে। ধর্মযাজকের নির্দেশ মেনে অনাহারে থাকা শুরু করেন লোকগুলো।

স্থানীয় রেডক্রস জানিয়েছে, মরদেহের পাশাপাশি মারাত্মক অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে ৩৪ জনকে। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে। সবমিলিয়ে খামারটি থেকে ২১৩ জন নিখোঁজ হয়েছেন।

সম্প্রতি অনাহারে থেকে কয়েকজনের মৃত্যুর খবর অনুসন্ধান করতে গিয়ে ওই গণকবরের সন্ধান পায় পুলিশ। কবর থেকে তুলে আনা এসব মরদেহের মধ্যে বেশ কয়েকটি শিশু রয়েছে বলেও জানা গেছে। এর আগে গত সপ্তাহে একই এলাকা থেকে গুড নিউজ ইন্টারন্যাশনাল চার্চ নামে একটি গির্জার ১৫ সদস্যের মরদেহ উদ্ধার করা হয়।

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here