সবুজদেশ ডেস্কঃ

নিরপরাধ এক ফিলিস্তিনি যুবককে বিনা কারণে পেছন থেকে গুলি করে হত্যা করেছে দখলদার ইসরাইলি সেনারা। সে ঘটনার ভিডিও এখন ভাইরাল হয়েছে। যদিও ঘটনা দেড় বছর আগের, কিন্তু সম্প্রতি সেটা প্রকাশ হয় এবং অনলাইনে পোস্ট হওয়ার পরই ভিডিওটি ভাইরাল হয়।

তুর্কি গণমাধ্যম ডেইলি সাবাহ এক প্রতিবেদনে জানিয়েছে, ভিডিওটি ছড়িয়ে পড়ার পর দখলদার ইসরাইলের প্রতি নিন্দার ঝড় বইছে।

খবরে বলা হয়েছে, উত্তর-পূর্ব জেরুজালেমের আল জাঈম চেক পোস্টের কাছে এক ফিলিস্তিনি যুবককে থামায় ইসরাইলি সেনারা। তার ব্যাগ পরীক্ষা করে কিছু না পেয়ে তাকে ছেড়ে দেয়। এর পর তাকে সামনের দিকে যেতে নির্দেশ দেওয়া হয়।

এর পর দুই হাত উঠিয়ে ওই যুবক সামনের দিকে অগ্রসর হতে থাকে। কিন্তু কিছু দূর যাওয়ার পরই কোনো কারণ ছাড়াই তাকে পেছন থেকে গুলি করে ইসরাইলি সেনারা। এতে মাটিতে লুটিয়ে পড়েন ওই যুবক।

ডেইলি সাবাহ বলছে, ঘটনাটি আরও দেড় বছর আগের। কিন্তু সম্প্রতি ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ভাইরাল হয়ে যায়।

নেটিজেনরা বলছেন, দখলদার ইসরাইলি বাহিনীর বর্বরতা ও নৃশংসতা প্রকাশ পেয়েছে এই ভিডিওর মাধ্যমে। তারা এ জন্য ইসরাইলকে ধিক্কার জানান এবং একই সঙ্গে এভাবে হরিণ শিকারের মতো মানুষ খুন করার ঘটনায় অবৈধ ইসরাইলকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর দাবি জানান।

এ ঘটনাকে ইসরাইলি সেনাদের সুস্পষ্ট সন্ত্রাসবাদ হিসেবেও অভিহিত করেছেন অনেকে।

ভিডিও লিংক….

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here