ফাইল ফটো

খুলনাঃ

খুলনা সরকারি মহিলা কলেজের ল্যাবে সংস্কার কাজের সময় বিষাক্ত রাসায়নিক দ্রব্য পানে দুই শ্রমিকের (রঙ মিস্ত্রি) মৃত্যু হয়েছে। তারা হচ্ছেন- মো. পারভেজ (২৯) ও রফিক বিশ্বাস (৪০)। এতে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন শামীম (৩২) নামে আরেক শ্রমিক। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

আজ শুক্রবার ওই দুই শ্রমিক চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। শ্রমিকরা তরল রাসায়নিক দ্রব্যকে মদ ভেবে পান করেছিল বলে জানা গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়েছে।

জানা যায়, বৃহস্পতিবার রাতে ওই তিন জন বিষাক্ত রাসায়নিক পান করে। এরপর অসুস্থ হয়ে পড়লে তাদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
কলেজের অধ্যক্ষ টিএম জাকির হোসেন জানান, কলেজের সংস্কার কাজে জন্য ওইসব শ্রমিককে নিয়োগ দেওয়া হয়েছিল। কিন্তু ল্যাব থেকে তারা বিষাক্ত কিছু পান করায় মৃত্যুর ঘটনা ঘটেছে।

খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মোস্তাক আহমেদ বলেন, বয়রা কলেজ থেকে এলকোহল ভেবে রাসায়নিক দ্রব্য বাসায় নিয়ে পান করে রং মিস্ত্রী তিন জন। এর মধ্যে ২জন মারা গেছেন। একজনের অবস্থা আশঙ্কাজনক।

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here