ঝিনাইদহের কালীগঞ্জে বালুবোঝাই একটি ট্রাক লোহার ব্রিজ ভেঙে নদীতে পড়ে গেছে।

নিজস্ব প্রতিবেদকঃ

ঝিনাইদহের কালীগঞ্জে বালুবোঝাই একটি ট্রাক লোহার ব্রিজ ভেঙে নদীতে পড়ে গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার চাপরাইল বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানায়, চাপরাইল বাজার এলাকায় চিত্রা নদীর উপর একটি নতুন ব্রিজ তৈরি হচ্ছে। এরপাশে যাতায়াতের জন্য একটি লোহার ব্রিজ তৈরি করা হয়। এ ব্রিজ দিয়ে ভারি যানবাহন চলাচল নিষেধ থাকা সত্ত্বেও বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে চিত্রা নদীর উপর নির্মিত লোহার ব্রিজ দিয়ে একটি বালুবোঝাই ট্রাক পার হচ্ছিল। এ সময় ব্রিজের একটি অংশ ধ্বসে পড়ে। মুহূর্তের মধ্যে বালুবোঝাই ট্রাকটি উল্টে পড়ে যায় নদীতে। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি। 

৪নং নিয়ামতপুর ইউনিয়নের চেয়ারম্যান রাজু আহমেদ রনি লস্কর বলেন, বালুবোঝাই একটি ট্রাক ব্রিজ ভেঙে নদীতে পড়ে গেছে। এ ঘটনায় কেউ আহত হয়নি। তবে ট্রাকের চালক পালিয়ে গেছে। ব্রিজটি ভেঙে যাওয়ায় আশেপাশের প্রায় ১০ গ্রামের মানুষের যাতায়াতের খুব অসুবিধা হবে। দ্রুত ব্রিজটি মেরামত করে চলাচলের উপযোগী করার দাবি জানান তিনি।

ভিডিও দেখুন…

সবুজদেশ/এস ইউ

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here