বেনাপোল (যশোর):

শার্শা উপজেলার বেনাপোল পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড এলাকায় করোনায় আক্রান্ত হয়ে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এ নিয়ে উপজেলায় করোনা আক্রান্ত হয়ে তিন জনের মৃত্যু হলো।

শুক্রবার (২৬ জুন) ভোরে যশোর ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 

বেনাপোল ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর খোকন জানান, মোমিনুর দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন। হঠাৎ করে বেশি অসুস্থ হলে ৫ দিন আগে পরিবারের লোক চিকিৎসার জন্য তাকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে যান। এসময় সেখানে চিকিৎসক তার শরীরে করোনার উপসর্গ দেখে পরীক্ষা করালে তার করোনা পজিটিভ ধরা পড়ে। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোরে তার মৃত্যু হয়।

শার্শা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ইউছুপ আলী জানান, করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তির দাফনের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ তিনি ঘটনাস্থলে গিয়েছিলেন। পরে ইসলামিক ফাউন্ডেশনের সহযোগিতায় স্বাস্থ্যবিধি মেনে বিকেল ৩টায় তার দাফন করা হয়।

তিনি আরো জানান, শার্শা উপজেলাতে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৪৩ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ১৭ জন। এবং এ পর্যন্ত উপজেলায় মারা গেছেন তিন জন। 

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here