নিজস্ব প্রতিবেদক:

ঝিনাইদহের শৈলকুপা থেকে তিনটি মেছোবাঘ উদ্ধার করা হয়েছে। সকালে উপজেলার শাহবাড়িয়া গ্রামের মাঠের সেচ পাম্পের গভীর হাউজ থেকে মেছোবাঘ তিনটি উদ্ধার করা হয়।

এলাকাবাসী ও বন বিভাগ জানায়, গতরাতে উপজেলার শাহবাড়িয়া গ্রামের মাঠে সেচ পাম্পের গভীর হাউজের ভিতরে দুই সাবকসহ তিন মেছোবাঘ আটকা পড়ে। সকালে সেচ পাম্পের গভীর হাউজের ভিতরে ভয়ংকর গর্জনে মানুষ আতঙ্কিত হয়ে উঠে। বাঘের মত ভয়ংকর শব্দ শুনে বোরিং ঘরে গেলে টর্চের আলোয় দুটি বাচ্চাসহ ৩টি মেছো বাঘ দেখতে পায়। পরে শৈলকুপা বন বিভাগকে খবর দিলে তার এসে মেছোবাঘ তিনটি উদ্ধার করে।

তবে এর মধ্যে একটি বাচ্চা মারা গেছে। বাকি দুটো মেছোবাঘ অবমুক্ত করা হয়েছে। বাঘ আটকা পড়েছে এমন সংবাদ শুনে এলাকার উৎসুক মানুষ সেখানে ভীড় জমায়।

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here