ঝিনাইদহঃ

২য় ধাপে ঝিনাইদহের শৈলকুপা পৌরসভা নির্বাচনে সতন্ত্র প্রার্থী হওয়ায় তৈয়বুর রহমান খানকে দল থেকে বহিস্কার করেছে আওয়ামী লীগ।

রোববার দুপুরে জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই এমপি ও সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তৈয়বুর রহমান খান শৈলকুপা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক পদে ছিলেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ড কর্তৃক মনোনিত শৈলকুপা পৌরসভার নির্বাচনে নৌকা মার্কার প্রার্থী কাজী আশরাফুল আজমের বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হওয়ায় শৃঙ্খল ভঙ্গের অভিযোগ বাংলাদেশ আওয়ামী লীগের গঠনতন্ত্র (৪৭) ঠ ধারা অনুয়ায়ী উপজেলা আওয়ামী লীগের সদস্য ও পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তৈয়বুর রহমান খানকে আওয়ামী লীগ থেকে বহিস্কার করা হলো।

বিষয়টি মোবাইল ফোনে নিশ্চিত করেছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু। তিনি বলেন, নৌকা প্রতিকের বিরুদ্ধে সতন্ত্র প্রার্থী হওয়ায় তৈয়বুর রহমান খানকে নেতাকর্মীদের সিন্ধান্ত মোতাবেক বহিস্কার করা হয়েছে।

উল্লেখ্য, ২০১৫ সালে শৈলকুপা পৌরসভা নির্বাচনে সতন্ত্র প্রার্থী হওয়ায় সে সময়ও তাকে বহিস্কার করা হয়েছিল।

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here