সবুজদেশ ডেস্কঃ

জনপ্রিয় সংঙ্গীত শিল্পী আসিফ আকবরের নাম ব্যবহার করে ইমোতে প্রতারণা করা হচ্ছে। বুধবার (২৬ আগস্ট) এ তথ্য জানানো হয়েছে গায়কের ভেরিফায়েড ফেইসবুক পেজে।

অ্যাডমিনের পক্ষ থেকে দেওয়া পোস্টে একটি নম্বর উল্লেখ করে জানানো হয়- নম্বরটি গায়কের নয়। এমনকি ইমোতে তার কোনো অ্যাকাউন্টও নেই। অথচ আসিফের নাম ব্যবহার করা হচ্ছে প্রতিযোগিতায়, চাওয়া হচ্ছে টাকা।

সেখানে লেখা হয়, আসিফ আকবর কোনো ইমো অ্যাকাউন্ট ইউজ করেন না, কোনো ইমু গ্রুপ চ্যাট এর সঙ্গেও সম্পৃক্ততা নেই তার।

সম্প্রতি কিছু অসাধু ব্যক্তি তার নাম ব্যবহার করে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করছে, বিভিন্ন লোকের কাছ থেকে বিকাশে টাকা চাচ্ছে এমন অভিযোগ প্রমাণসহ এসেছে।

বিষয়টি নিয়ে সবাইকে সাবধান করা হয়। এ প্রসঙ্গে বলা হচ্ছে, সবাইকে এ ব্যাপারে সাবধান করা হচ্ছে এবং ভুয়া আসিফ অ্যাকাউন্টের সঙ্গে যে কোন ধরনের যোগাযোগ বা লেনদেন থেকে বিরত থাকতে অনুরোধ করা হচ্ছে।

এ ব্যাপারে ইতিমধ্যেই পুলিশের সাইবার অপরাধ দমন বিভাগকে অবহিত করা হয়েছে বলে উল্লেখ করা হয়।

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here