খুলনাঃ

খুলনার পাইকগাছায় সরকারি রাস্তার পাশে গাছ কাটা অভিযোগের মামলায় লতা ইউপি চেয়ারম্যানকে পুলিশ গ্রেফতার করেছে। বুধবার গভীর রাতে পুলিশ তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। তবে আদালত থেকে তিনি জামিনে মুক্ত হয়েছেন।

জানা যায়, গত ১৬ ডিসেম্বর সকালে চেয়ারম্যানের নির্দেশে ধলাই গ্রামের উত্তম রায় নামে এক যুবক লতা ইউনিয়নে নবনির্মিত ইউনিয়ন ভূমি অফিসের সামনে রাস্তার পাশ থেকে ৩টি গেওয়া গাছ কাটে। এ অভিযোগে স্থানীয় ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা (নায়েব) লতিফা আক্তার বাদী হয়ে বুধবার চেয়ারম্যান চিত্তরঞ্জন মণ্ডল ও উত্তম রায়ের বিরুদ্ধে থানায় মামলা করেন।

পরে বুধবার গভীর রাতে পুলিশ নিজ বাড়ি থেকে চেয়ারম্যানকে গ্রেফতার করে। বৃহস্পতিবার সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়। আদালতে জামিন আবেদন করলে শুনানি শেষে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক পলাশ কুমার দালাল চেয়ারম্যানের জামিন মঞ্জুর করেন।

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here