ছোটবেলায় সাঈদ আনোয়ারের খেলা ভালো লাগতো সাকিবের। ফাইল ছবি

সবুজদেশ ডেস্কঃ

বাংলাদেশ দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড় সাকিব আল হাসান। বিশ্বমঞ্চে বাংলাদেশ ক্রিকেটকে উচ্চাসনে নিয়ে যেতে যে কয়জন ক্রিকেটারের নৈপুণ্য বিশেষভাবে উল্লেখযোগ্য তার মধ্যে তিনি একজন। টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাটে বিশ্বের সেরা অলরাউন্ডার হওয়ার গৌরবও রয়েছে সাকিবের ঝুলিতে। 

সেই সাকিব কার প্রেরণায় বা কার খেলা দেখে উদ্বুদ্ধ হয়েছেন সেই কৌতুহল তার ভক্তদের মাঝে থাকা অস্বাভাবিক নয়। 

বৃহস্পতিবার ফেসবুক লাইভে তিনি তা খোলাসা করেন। 

ওই সময়ের স্মৃতিচারণ করে সাকিব বলেন, ‘ওভাবে তো তখন খেলা দেখার সুযোগ হয়নি। ছোট ছিলাম অনেক। ওই সময় এত ইন্টারন্যাশনাল ম্যাচ হতো না, দেখারও তেমন সুযোগ ছিল না। তবে ইন্ডিয়া-পাকিস্তান ম্যাচ বেশি দেখা হতো। ওখানে সাঈদ আনোয়ারের খেলা ভালো লাগতো, সাকলাইন মুশতাক, ওয়াসিম আকরাম, শচিন টেন্ডুলকার, রাহুল দ্রাবিড়-এদের খেলাই বেশি দেখা হতো।’

সাকিব আল হাসান আরও বলেছেন,  ক্রিকেটার হব সেটা পরিকল্পনা ছিল না। যদি প্ল্যান থাকতো তাহলে ফুটবলার হতাম অথবা ডাক্তার-ইঞ্জিনিয়ার হতাম। ক্রিকেটটা পুরোটাই প্ল্যানের বাইরে। 

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here