সবুজদেশ ডেস্কঃ

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অনুমতি ছাড়া গ্রামীণফোনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন সাকিব আল হাসান। যে কারণে তার ওপর চড়াও হয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।ক্রিকেট পাড়ায় গুঞ্জন ছিল সাকিব আল হাসানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিচ্ছে বিসিবি।

তবে রোববার এব্যাপারে বিসিবির সিইও নিজামুদ্দিন চৌধুরী সুজন বলেছেন, আইন অনুযায়ী সাকিব এটা করতে পারে না। এটা সেও জানে, ওই টেলিকম প্রতিষ্ঠানও জানে। ক্রিকেটারদের সঙ্গে বোর্ডের চুক্তি আছে। সে চুক্তির শর্তানুযায়ী ও এমন চুক্তি হতে পারে না। আমরা তাকে চিঠি দিচ্ছি। আত্মপক্ষ সমর্থনের সুযোগ এটি। কেন সে এটা করল, তাকে বলতে হবে।

ক্রিকেট বোর্ডের এ প্রধান নির্বাহী আরও বলেছেন, এটি পুরোপুরি বোর্ডের অভ্যন্তরীণ বিষয় তাই সাকিবের বিরুদ্ধে আইনি প্রক্রিয়ায় যাওয়ার প্রয়োজন আছে বলে আমরা মনে করি না।

সাকিবের আগে মাশরাফি বিন মর্তুজা, তামিম ইকবাল, তাসকিন আহমেদ, সাব্বির রহমানরা বিসিবির আপত্তির কারণে চুক্তি বাতিল করতে বাধ্য হয়েছিলেন।

প্রসঙ্গত, গত ২২ অক্টোবর খেলোয়াড়দের ধর্মঘট চলাকালে ক্রিকেট বোর্ডের অনুমতি ছাড়াই সাকিব গ্রামীণফোনের ব্র্যান্ড অ্যাম্বেসেডর হিসেবে চুক্তিবদ্ধ হন।

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here