সাতক্ষীরাঃ

করোনা উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে তিনজনের মৃত্যু হয়েছে। বুধবার তারা মারা যান।

মৃতরা হলেন, সাতক্ষীরা সদর উপজেলার ওবায়দুরনগর গ্রামের আছিরউদ্দিন মোড়লের ছেলে আব্দুর রহিম (৭০), একই উপজেলার ব্রহ্মরাজপুর গ্রামের নিতাইচন্দ্র মণ্ডলের ছেলে সুভাষচন্দ্র মণ্ডল (৬৫) এবং দেবহাটা উপজেলার শ্রীরামপুর গ্রামের দাউদ আলীর ছেলে আলকার কবীর (৫০)।

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ভবতোষকুমার মণ্ডল জানান, গত ১৮ জুলাই জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে (২) ভর্তি হন সদর উপজেলার ওবায়দুরনগরের আব্দুর রহমান। বুধবার ভোর চারটার দিকে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে গত ২১ জুলাই সন্ধ্যায় মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি হন সদরের ব্রহ্মরাজপুর গ্রামের সুভাষ মণ্ডল। রাত ১২টার দিকে তিনি মারা যান।

একইভাবে দেবহাটার শ্রীরামপুরের আলকার কবীরকে সর্দি, কাশি ও জ্বর নিয়ে বুধবার সকাল সাড়ে ছয়টার দিকে মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। মারা যাওয়ার পর তাদের নমুনা সংগ্রহ করা হয়েছে।

স্বাস্থ্যবিধি মেনে মরদেহগুলো দাফন/সৎকারের অনুমতি দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট বাড়িগুলোও লকডাউন করা হয়েছে।

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here