সাতক্ষীরাঃ

ভারতে পাচারকালে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর সংলগ্ন লক্ষীদাঁড়ি সীমান্ত থেকে ৫৮৩ গ্রাম (৫০ভরি) ওজনের ৫ পিস স্বর্ণের বারসহ এক চোরাকারবারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর সদস্যরা।

বৃহস্পতিবার বিকেলে সীমান্তের লক্ষীদাঁড়ি বেড়ি বাঁধের উপর থেকে বারসহ তাকে আটক করা হয়। জব্দকৃত স্বর্ণের বাজার মূল্য ২৮ লাখ ১০ হাজার টাকা।

আটক স্বর্ণ চোরাকারবারী কবিরুল ইসলাম (৫০) সদর উপজেলার আলীপুর গ্রামের মৃত. ফজলুল হকের ছেলে।

সাতক্ষীরা ৩৩ বিজিবির ভোমরা বিওপি কমান্ডার সুবেদার হারুন অর রশীদ জানান, লক্ষীদাঁড়ি সীমান্ত দিয়ে ভারতে স্বর্ণের একটি বড় চালান পাচার হচ্ছে এমন সংবাদের সীমান্তে অভিযান চালানো হয়। এ সময় বেড়িবাঁধের উপর কবিরুল ইসলাম নামের যুবকের চলাফেরা সন্দেহজনক মনে হলে তাকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি চালিয়ে ৫ পিস স্বর্ণের বার পাওয়া যায়। যার ওজন ৫৮৩ গ্রাম (৫০ভরি)।

তিনি বলেন, স্বর্ণ পাচারকারী কবিরুল ইসলামকে সদর থানায় সৌপর্দ করা হয়েছে।

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here