চুয়াডাঙ্গাঃ

চুয়াডাঙ্গার মুন্সিপুর সীমান্তে একটি ব্যাগ থেকে প্রায় ৫০ লাখ টাকা উদ্ধার করেছে বিজিবি। এসময় দুই ব্যক্তি টাকার ব্যাগ ফেলে পালিয়ে যান।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) দুপুরে চুয়াডাঙ্গা ৬ বিজিবি কার্যালয়ে সংবাদ সম্মেলনে এতথ্য জানানো হয়।

চুয়াডাঙ্গা ৬ বিজিবির পরিচালক শাহ মো. ইশতিয়াক জানান, সোমবার (১৬ জানুয়ারি) রাতে মুন্সিপুর সীমান্তের ৯৩ নম্বর মেইন পিলারের কাছে মুন্সিপুর সীমান্ত ফাঁড়ির টহল দল অবস্থান নেয়। টহল দলের কাছে গোপন সংবাদ ছিল ভারতে থেকে বাংলাদেশে টাকা অথবা ডলার আসছে। একপর্যায়ে দুই ব্যক্তি অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় বিজিবির সদস্যরা ধাওয়া করেন।

অনুপ্রবেশকারীরা বিজিবি সদস্যদের দেখে হাতে থাকা ব্যাগ ফেলে পালিয়ে যান। পরে ব্যাগে থাকা ৪৯ লাখ ৪৯ হাজার ৫০০ টাকা উদ্ধার করে বিজিবি।

বিজিবির এ কর্মকর্তা আরও জানান, দামুড়হুদা থানায় এ ঘটনায় একটি মামলা করা হবে। পাশাপাশি টাকাগুলো চুয়াডাঙ্গা ট্রেজারিতে জমা দেওয়া হবে।

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here