ফাইল ফটো

টাঙ্গাইলঃ

টাঙ্গাইলের কালিহাতীতে আনোয়ারা বেগম (৩২) নামের এক গৃহবধূকে কুপিয়ে হত্যার পর ফাঁস দিয়ে স্বামী লাল মিয়া (৪০) আত্মহত্যা করেছেন।

সোমবার রাত সাড়ে ৮টায় উপজেলার আউলিয়াবাদ গ্রামে এ ঘটনা ঘটে।

কালিহাতী থানার ওসি হাসান আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতদের দুই ছেলে প্রবাসে থাকেন। সেখান থেকে দেশে তারা তার মা আনেয়ারা বেগমের নামে টাকা পাঠাতেন। কিন্তু ছেলেদের পাঠানো টাকা প্রতিনিয়তই লালে মিয়া তার স্ত্রীর কাছে টাকা চাইতো।

এর জের ধরে সোমবার রাতে লালে মিয়া স্ত্রীর কাছে টাকা চাইতে গেলে তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে ঘরে থাকা ধারালো অস্ত্র দিয়ে স্ত্রী আনোয়ারা বেগমকে কুপিয়ে হত্যা করে। পরে লালে মিয়া স্ত্রীকে হত্যার পর ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।

কালিহাতী থানার ওসি হাসান আল মামুন বলেন, নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here