নাসরুল্লাহ নাসু। ফাইল ছবি

চুয়াডাঙ্গাঃ

স্ত্রীর পরকীয়া প্রেমিক মো. নাসরুল্লাহ ওরফে নাসুকে (২৯) পরিকল্পিতভাবে ধাক্কা দিয়ে ট্রাকের নিচে ফেলে হত্যার অভিযোগ উঠেছে দামুড়হুদার মডেল স্কুলের শিক্ষক শরীফ উদ্দীনের বিরুদ্ধে। নিহত নাসরুল্লাহর পিতা চুয়াডাঙ্গার দামুড়হুদা গুলশানপাড়ার মমজেদ হোসেন সোমবার (৪ জানুয়ারি) দুপুরে চুয়াডাঙ্গা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবী করেন।

২০১৯ সালের ২৬ নভেম্বর সন্ধ্যায় দামুড়হুদার ব্র্যাক মোড়ের অদূরে আখ সেন্টারের কাছে ট্রাকচাপায় নাসুর মৃত্যু হয়। এ বিষয়ে সিনিয়র জুডিশিয়াল আদালতে একটি হত্যা মামলা চলমান রয়েছে।

মমজেদ হোসেন লিখিত বক্তব্যে বলেন, ২০১৯ সালে প্রতিবেশী শরীফ উদ্দীন মাস্টারের গৃহশিক্ষক ছিলো নাসু। একপর্যায়ে শরীফ মাস্টারের দ্বিতীয় স্ত্রী রত্না খাতুনের সাথে নাসুর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সেটা জানার পর মমজেদ হোসেন ছেলেকে প্রাইভেট পড়াতে নিষেধ করেন। পরে শরীফ মাস্টার স্ত্রীর প্রেমিক নাসুকে হত্যার পরিকল্পনা করে। স্ত্রী রত্না খাতুনকে দিয়ে ফোনে নাসুকে ডেকে নেয় দামুড়হুদার আখ সেন্টারের কাছে। সেখানে শরীফ মাস্টার এবং তার দুই ছেলে মো. তাহমিদ ও আমজাদ হোসেন এসে নাসুর সাথে বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে। এক পর্যায়ে একটি দ্রুতগামি ট্রাক আসতে দেখে তারা নাসুকে ধাক্কা দিয়ে ট্রাকের নিচে ফেলে দেয়। এতে ঘটনাস্থলেই মারা যায় নাসু। এসময় স্থানীয় কয়েকজন ঘটনাস্থলে অভিযুক্তদের দেখেছেন বলেও অভিযোগে দাবি করা হয়েছে।

নিহত নাসুর পিতা মমজেদ হোসেন বলেন, আমি আমার ছেলেকে ফিরে পাবো না। তবে আপনাদের মাধ্যমে দাবি করছি, আমার ছেলে হত্যার সঠিক বিচার যেন পাই।

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here