সবুজদেশ ডেস্কঃ

নড়াইল সদর উপজেলায় গৃহবধূ নার্গিস বেগমকে হত্যার দায়ে তার স্বামী এনায়েত মোল্যার মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এ সময় তাকে এক লাখ টাকা জরিমানাও করা হয়।

সোমবার সকাল ১০টায় নড়াইল জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জেলা ও দায়রা জজ মুন্সি মশিউর রহমান এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

মৃত্যদণ্ডপ্রাপ্ত এনায়েত লোহাগড়ার কাশিপুর গ্রামের ইন্তাজ মোল্লার ছেলে।

আদালত সূত্রে জানা গেছে, বিয়ের পর থেকে মো. এনায়েত মোল্লা তার শ্বশুরবাড়ি সদর উপজেলার চাঁদপুর গ্রামের মৃত জব্বার মোল্লার বাড়িতে থাকতেন। স্বামী এনায়েত যৌতুকের দাবিতে স্ত্রী নার্গিসকে প্রায় মারধর করত।

এরই জের ধরে ২০১৮ সালের ২২ নভেম্বর ভোরে শ্বশুরবাড়িতে স্ত্রীকে মারধর করে গলায় শাড়ি পেঁচিয়ে মরদেহ আমগাছে ঝুলিয়ে রাখা হয়।

এ ঘটনায় নিহতের বোন পারভীন খাতুন বাদী হয়ে এনায়েত মোল্যার বিরুদ্ধে নড়াইল সদর থানায় মামলা করেন।

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here