ঢাকাঃ

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সাপ্তাহিক ও সরকারি সব ছুটি বাতিল করা হয়েছে। শনিবার মন্ত্রণালয় থেকে দেওয়া এক অফিস আদেশে এ নির্দেশ দেওয়া হয়। 

আদেশে বলা হয়, ইতিমধ্যে ছুটিতে ভ্রমনকারী কর্মকর্তা-কর্মচারীদেরকে আগামী ২৪ ঘন্টার মধ্যে স্ব- উদ্যোগে কর্মস্থলে যোগদানের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

অফিস আদেশটিতে আরও বলা হয়, ঢাকা মহানগরীতে এডিস মশার বংশবিস্তারের কারণে ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। ডেঙ্গু রোগের সংক্রমণ হতে নাগরিকদের রক্ষায় স্থানীয় সরকার বিভাগ, সিটি কর্পোরেশন এবং বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, দফতর ও সংস্থা ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে।

এর অংশ হিসেবে জনসচেতনতা সৃষ্টি, মশার প্রজনন বিনষ্টকরণ, পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা এবং লাভা ও মশা নিধন ইত্যাদি কার্যক্রম বাস্তবায়ন প্রক্রিয়া গতিশীল করতে এই ছুটি বাতিল করা হলো বলে অফিস আদেশে উল্লেখ করা হয়।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপসচিব মোহাম্মদ এরশাদুল হকের স্বাক্ষরিত এক অফিস আদেশে এসব নির্দেশনা দেওয়া হয়।

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here