চুয়াডাঙ্গাঃ

চুয়াডাঙ্গায় সদর হাসপাতালের আবাসিক এলাকায় বিপুলসংখ্যক গাঁজাসদৃশ গাছ উদ্ধার করা হয়েছে।  

বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে পাঁচ শতাধিক গাছ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন সদর থানার ওসি আবু জিহাদ খান।

তিনি জানান, ‘সদর হাসপাতালের আবাসিক এলাকায় গাঁজাগাছের মতো অসংখ্য গাছ রয়েছে- সংবাদ পেয়ে গতকাল সন্ধ্যায় অভিযান চালানো হয়। ওই এলাকায় আট-নয়টি জায়গা থেকে পাঁচ শতাধিক গাছ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। এটি গাঁজার ভিন্ন জাত হতে পারে।’ 

ওসি আরও জানান, গাগুলো পরীক্ষার জন্য রাজশাহী মাদক পরীক্ষাগারে পাঠানো হবে। গাঁজাগাছ প্রমাণিত হলে আইনিব্যবস্থা নেওয়া হবে। 

এ ব্যাপারে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. সাজিদ হাসান জানান, গাঁজাসদৃশ গাছ বেড়ে ওঠার বিষয়টি আমার জানা ছিল না। লোকবল সংকটের কারণে ওই এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে বিঘ্ন ঘটছে। তবে আগামী এক সপ্তাহের মধ্যে হাসপাতালের আবাসিক এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন করা হবে।

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here