সবুজদেশ ডেস্কঃ

২০২০ সালের ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত করোনা ইস্যুতে প্রায় ১০ লাখ ভুয়া ভিডিও সরিয়েছে ভিডিও শেয়ারিং সাইট ইউটিউব। প্রতিষ্ঠানটির প্রধান পণ্য কর্মকর্তা নিল মোহন বলেন, ইউটিউবে ভালো ভিডিওর তুলনায় খারাপ ভিডিওর সংখ্যা খুবই কম। প্লাটফর্মে মোট ভিডিওর মাত্র দশমিক ১৬ শতাংশ ভিডিও নীতিমালা ভঙ্গ করে থাকে বলে জানান তিনি।

বুধবার (২৫ আগস্ট) এক ব্লগ পোস্টে মোহন জানান, যে ভিডিওগুলো সরানো হয়েছে, সেগুলোর ভিউও তেমন হয় না। একেকটা বড়জোর ১০ জন দেখে।

জোবায়ের হোসাইন২৭ আগস্ট ২০২১, ১৯:৩৩ইউটিউবের মাত্র দশমিক ১৬ শতাংশ ভিডিও নীতিমালা ভঙ্গ করে থাকে

২০২০ সালের ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত করোনা ইস্যুতে প্রায় ১০ লাখ ভুয়া ভিডিও সরিয়েছে ভিডিও শেয়ারিং সাইট ইউটিউব। প্রতিষ্ঠানটির প্রধান পণ্য কর্মকর্তা নিল মোহন বলেন, ইউটিউবে ভালো ভিডিওর তুলনায় খারাপ ভিডিওর সংখ্যা খুবই কম। প্লাটফর্মে মোট ভিডিওর মাত্র দশমিক ১৬ শতাংশ ভিডিও নীতিমালা ভঙ্গ করে থাকে বলে জানান তিনি।

বুধবার (২৫ আগস্ট) এক ব্লগ পোস্টে মোহন জানান, যে ভিডিওগুলো সরানো হয়েছে, সেগুলোর ভিউও তেমন হয় না। একেকটা বড়জোর ১০ জন দেখে।

ইউটিউব কর্তৃপক্ষ জানায়, আমরা দ্রুত ভুয়া ভিডিও সরানোর কাজ করে যাচ্ছি। কিন্তু তা পর্যাপ্ত নয়। তাছাড়া, ক্ষতিকর ভিডিও সরাতে গিয়ে ভালো ভিডিও যেন মুছে না যায় সে দিকেও গুরুত্ব দেওয়া হচ্ছে। 

বিশ্বস্ত সূত্র থেকে তথ্য সংগ্রহ করে ক্ষতিকর ভিডিওগুলোর বিস্তার রোধ করে ইউটিউব। প্রতিষ্ঠানটি জানায়, বিশেষ করে করোনা-সংক্রান্ত ভিডিওগুলোর ক্ষেত্রে আমরা বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিই এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুসরণ করি।

ভুয়া বা ক্ষতিকর তথ্যের বিস্তার রোধে সামাজিক যোগাযোগের অন্যতম মাধ্যম ফেসবুক ও টুইটার এ নীতিমালা গ্রহণ করেছে।  

সূত্র: গ্যাজেটস নাও

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here