সবুজদেশ ডেস্কঃ

আগামী ১৮ জানুয়ারি জাতীয় সংসদের শীতকালীন অধিবেশন শুরু হবে। চলতি সংসদের ১১তম এই অধিবেশন ওই দিন বিকাল সাড়ে চারটায় শুরু হবে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বুধবার এ অধিবেশন আহ্বান করেন।

অধিবেশনের শুরুতে রাষ্ট্রপতি সংসদে ভাষণ দেবেন। পরে রাষ্ট্রপতির ভাষণের ওপর সংসদে ধন্যবাদ প্রস্তাব আনা হবে। এরপর ধন্যবাদ প্রস্তাবের ওপর সাধারণ আলোচনা অনুষ্ঠিত হবে। 

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, করোনাকালের অন্যান্য অধিবেশনের মতো এই অধিবেশনও স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত হবে।

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here