দিনাজপুরঃ

দিনাজপুরের পার্বতীপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তাজুল ইসলামকে ১ কোটি ৮০ লাখ টাকাসহ গ্রেপ্তার করেছে দূর্নীতি দমন কমিশন (দুদক) দিনাজপুর।

বৃহস্পতিবার বিকেল ৫ থেকে রাত ৭টা পর্যন্ত দিনাজপুর দুদকের উপ-পরিচালক আবু হেনা আশিকুর রহমানের নেতৃত্বে ৭ সদস্যের একটি দল এ অভিযান চালায়। গতকাল বিকেলে দুদক টিম পিআইও অফিসে এসে হাজির হন। এ সময় কর্মকর্তা তাজুল ইসলাম তার নিজ কার্যালয়ে অবস্থান করছিলেন। দুদক কার্যালয়ে কিছু টাকা উদ্ধার করে পিআইও আবাসিক কোয়াটারে তল্লাসীর জন্য নেমে পড়েন উপ-সহকারী পরিচালক জিন্নাতুল ইসলাম, সহকারী পরিচালক ওবায়দুর রহমান। সেখানে একে একে ৪টি ট্রাভেল ব্যাগের মধ্যে টাকা থাকার সন্ধান পান দুদকের সদস্যরা। পরে রাত ৭টার দিকে পার্বতীপুর অগ্রানী ব্যাংক লিঃ থেকে টাকা গননার মেশিন নিয়ে টাকা গননা করা হয়।

দিনাজপুর দুদকের উপ-পরিচালক আবু হেনা আশিকুর রহমান বলেন, ১০৬ নম্বরে অভিযোগ পাওয়ার পর অভিযানটি পরিচালিত হয়। এসময় দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও এনডিসি মোঃ দবির উদ্দীন, পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহনাজ মিথুন মুন্নী ও সহকারী কমিশনার (ভূমি) আবু তাহের মোহাম্মদ সামছুজ্জামান উপস্থিত ছিলেন।

গ্রেপ্তার মোঃ তাজুল ইসলাম ২০১৬ সালের ১ জুলাই উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হিসেবে পার্বতীপুর উপজেলায় যোগদান করেন। তার বাড়ী কুড়িগ্রাম সদরের নাজিরা খলিলগঞ্জ গ্রামে।

পার্বতীপুরের এক জন চেয়ারম্যান নাম প্রকাশ না করার শর্তে জানান, উপজেলার টিআর, কাবিখা, সোলার ক্রয়, গৃহনির্মানসহ বিভিন্ন প্রকল্প হতে লাখ লাখ টাকা উৎকোচ গ্রহন করতো।

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here