ঝিনাইদহ থেকে  কাজী আবু জাফর। বাহারাইনে গিয়েছিলেন দুই বছর। ঈদুল আজহার ছুটিতে বাড়ি আসবেন। কতই না খুশি ছিল পরিবারের লোকজন। আবু জাফর তার দুলাভাইকে বলেছিলেন বিমান বন্দর থেকে তাকে নিয়ে যেতে। কিন্তু বিমান বন্দরে আবু জাফর জীবিত এলেন না, এলেন কফিনে মোড়া লাশ হয়ে। গত ১৩ আগষ্ট তিনি বাহরাইনে এসি মেরামত করতে গিয়ে মাথায় আঘাত পান। ৫দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর ১৯ আগষ্ট তিনি মৃত্যু বরণ করেন। বাহরাইনে তিনি ডেন্টিং মিস্ত্রীর কাজ করতেন। শুক্রবার বিকালে তার লাশ বাংলাদেশে পৌছায়। দাফন করা হয় নিজ গ্রামে। কাজী আবু জাফর ঝিনাইদহ সদর উপজেলার পাগলাকানাই ইউনিয়নের ফকিরাবাদ গ্রামের কাজী ফজলুর রহমানের ছেলে। নিহতের দুলাভাই রাজাপুর মসজিদের ইমাম মাওলানা আইয়ুব হোসেন জানান, মৃত্যুর আগে তাকে ফোন করে বিমান বন্দরে আসতে বলেছিলেন। দিশে ফিরে কত আশা ছিল তার। ২ সন্তান ও স্ত্রী আশায় ছিল ঈদে আসবে আবু জাফর। কিন্তু এসি মেরামত করতে গিয়ে এসি মাথায় পড়ে আঘাত পান। পাগলাকানাই ইউনিয়নের চেয়ারম্যান নজরুল ইসলাম জানান, শুক্রবার আবু জাফরের জানাজায় হাজারো মানুষ উপস্থিত হয়। ছেলেটি খুব ভাল ও কর্মঠ ছিলেন বলেও এলাকাবাসি জানান।

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here