সবুজদেশ ডেক্সঃ  বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় আমাদেরকে হয় রাস্তায় থাকতে হবে নয়তো জেলখানায়। আর এই দুটির একটি ত্যাগ স্বীকার করে নিতে পারলেই আমাদের মুক্তি কেউ ঠেকাতে পারবে না।

মঙ্গলবার দুপুরে ঢাকা রিপোটার্স ইউনিটির সাগর-রুনী হলে আয়োজিত এক স্মরণসভায় প্রধান আলোচকের বক্তব্যে নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।

বিগত দিনের ছাত্র আন্দোলনের কথা স্মরণ করে বিএনপির এই নেতা বলেন, রাস্তায় না নেমে আন্দোলন প্রতিষ্ঠিত হয়েছে এমন ইতিহাস আমার জানা নাই। এদেশে যা কিছু হয়েছে এবং ভালো কিছু হয়েছে সবই ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে হয়েছে।

”এখনো যদি ভালো কিছু করতে হয় ছাত্রদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। সেজন্য তাদের পাশে আমাদের দাঁড়াতে হবে, তাদের সমস্যাগুলো দেখতে হবে, তাদেরকে যাতে ভূমিকায় আনা যায় সে চেষ্টা করতে হবে।”

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here