কুষ্টিয়াঃ

কুষ্টিয়ায় বিআরটিএ কার্যালয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে দুর্নীতি দমন কমিশনের দুদকের অভিযানে ভ্রাম্যমাণ আদালতে দালাল চক্রের ২ সদস্যের কারাদন্ড দেওয়া হয়েছে।

রোববার বেলা সাড়ে ১২টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসাহক আলীর ও দুদকের কুষ্টিয়া সার্কেলের সহকারী পরিচালক রফিক উদ্দিন খানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

এ বিষয়ে রফিক উদ্দিন খান জানান, কুষ্টিয়া বিআরটিএ কার্যালয়ে সেবা গ্রহণকারীদের কাছ থেকে সরকারি ফি ব্যাতিত অতিরিক্ত অর্থ আদায় করা হচ্ছে এমন অভিযোগের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। সেখান থেকে কুষ্টিয়া শহরতলীর উদিবাড়ী এলাকার দিরাজ উদ্দিনের ছেলে মোঃ দুলাল (৩৯) ও শহরের পুর্ব মজমপুর এলাকার শেখ নুরুল আমিনের ছেলে মনিরুজ্জামান (৩৫) কে আটক করা হয়।

পরে সেখানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের দন্ডবিধির ১৮৮ ধারায় মনিরুজ্জামানকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত এবং ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং একই ধারা মোতাবেক মোঃ দুলালকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করা হয়। পরে কুষ্টিয়া মডেল থানা পুলিশের সহযোগিতায় জেলা কারাগারে পাঠানো হয়।

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here