এআই সুবিধাযুক্ত স্মার্টফোনএআই সুবিধাযুক্ত স্মার্টফোন কৃত্রিম বুদ্ধিমত্তা (আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স বা এআই) চালিত যন্ত্রের ব্যবহার বাড়ছে। বিশেষ করে স্মার্টফোনে যুক্ত হচ্ছে এআই সুবিধা। বাজার গবেষণা প্রতিষ্ঠান স্ট্র্যাটেজি অ্যানালিটিকসের তথ্য অনুযায়ী, এ বছরের মধ্যে বাজারে আসা প্রায় অর্ধেক স্মার্টফোনে কৃত্রিম বুদ্ধিমান সহকারী সফটওয়্যার থাকতে পারে। গত রোববার স্ট্র্যাটেজি অ্যানালিটিকসের ওই প্রতিবেদন প্রকাশিত হয়।

প্রতিবেদনে বলা হয়, এ বছর বিক্রি হতে যাওয়া স্মার্টফোনগুলোর মধ্যে ৪৭ দশমিক ৭ শতাংশের ক্ষেত্রে এআই চালিত অ্যাসিস্ট্যান্ট বা কৃত্রিম বুদ্ধিমান সহকারী সফটওয়্যার থাকবে। গত বছর এ হার ছিল ৩৬ দশমিক ৬ শতাংশ। আইএএনএসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্ট্র্যাটেজি অ্যানালিটিকসের প্রতিবেদনে বলা হয়, স্মার্টফোন নির্মাতাদের মধ্যে ডিভাইসের মধ্যে থাকা এআই প্রযুক্তি ব্যবহারের হার বাড়ছে। ২০২৩ সাল নাগাদ স্মার্টফোনে কৃত্রিম বুদ্ধিমান সফটওয়্যার ব্যবহার ৯০ শতাংশের বেশি হবে। ২০১৭ সালে গুগল অ্যাসিস্ট্যান্ট শীর্ষ কৃত্রিম বুদ্ধিমান সহকারী সফটওয়্যার হিসেবে উঠে আসে। এ সফটওয়্যারের দখলে ছিল বাজারের ৪৬ দশমিক ৭ শতাংশ। ৪০ দশমিক ১ শতাংশ বাজার দখল নিয়ে দ্বিতীয় স্থানটি অ্যাপলের সিরির।

বাজার গবেষকেরা বলছেন, ২০১৮ সালে গুগল অ্যাসিস্ট্যান্টের বাজার দখল ৫১ দশমিক ৩ শতাংশে পৌঁছে যাবে আর ২০২৩ সাল নাগাদ তা ৬০ শতাংশের বেশি হবে।

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here