ফাইল ছবি

সাতক্ষীরা প্রতিনিধিঃ

সাতক্ষীরায় আড্ডাবাজি বন্ধ করতে এবার জেলা পুলিশের পক্ষ থেকে শুরু হয়েছে ড্রোন ব্যবহার। শুক্রবার সকালে কলারোয়া থানা পুলিশ এ ড্রোন ব্যবহার কার্যক্রম শুরু করে। ড্রোন ক্যামেরার মাধ্যমে ছবি ও ভিডিও ধারণ করে চিহ্নিত করা হচ্ছে আড্ডাবাজদের আস্তানা। চায়ের দোকান খোলা ও আড্ডাবাজি ধরা পড়লেই সঙ্গে সঙ্গে ব্যবস্থা।

এ বিষয়ে কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মুনির-উল-গিয়াস বলেন, কোভিট-১৯ করোনা ভাইরাস সংক্রমনের কবল থেকে সকলকে নিরাপদ দূরত্ব নিশ্চিত করতে পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের নির্দেশনায় ড্রোনের ব্যবহার শুরু করা হয়েছে। ড্রোনের মাধ্যমে আড্ডাবাজদের আস্তানা চিহ্নিত করে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। সকলকে করোনা প্রতিরোধে ঘরে থাকার আহব্বান জানানো হয়েছে। যারা বাইরে ঘুরাঘুরি করবে তাদের বিরুদ্ধে পুলিশ আইনগত ব্যবস্থা নিবে।

এ ব্যাপারে সাতক্ষীরা পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান জানিয়েছেন, আড্ডাবাজদের আস্তানা খুঁজে বের করতে অভিযান অব্যাহত থাকবে। বাসায় থাকুন নিরাপদ থাকুন।

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here