ঝিনাইদহঃ

ক্লাস-পরীক্ষা চালু, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে অনাপত্তি পত্র পাওয়ার দাবিতে আবারো সড়ক অবরোধ করে অনশন কর্মসূচী পালন করেছে ঝিনাইদহ সরকারি ভেটেরিনারী কলেজের শিক্ষার্থীরা।

বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের সদর উপজেলার হলিধানী এলাকার কলেজের সামনে এ কর্মসূচী পালন করে তারা। এতে বন্ধ হয়ে যায় ঝিনাইদহ ও চুয়াডাঙ্গা গামী সকল প্রকার যানবাহন। ভোগান্তীতে পড়ে ওই সড়কে চলাচলকারী যাত্রীরা।

এসময় শিক্ষার্থীরা অভিযোগ করেন, কলেজটি শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হয়েছে। কিন্তু যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অনাপত্তিপত্র দিচেছ না। যে কারণে গত ৯ মাস যাবত বন্ধ রয়েছে তাদের ক্লাস ও পরীক্ষা। গত বুধবার ক্লাস-পরীক্ষা চালু ও এনওসি পাওয়ার দাবীতে সড়ক অবরোধ করে তারা।

সেসময় জেলা প্রশাসনের প্রতিনিধি ও পুলিশের কর্মকর্তাদের আশ্বাসে ১ ঘন্টা সড়ক অবরোধ করেন। শিক্ষার্থীদের মঙ্গলবার পর্যন্ত দেওয়া আল্টিমেটামের পরও অনাপত্তিপত্র না দেওয়ার কারণে বুধবার আবারো সড়ক অবরোধ করে তারা।

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here