সবুজদেশ ডেস্কঃ

ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপে শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৮১ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় বাস্তুচ্যুত হয়েছেন অন্তত ২৮ হাজার মানুষ।  খবর আলাদোলু এজেন্সির।

রোববার দেশটির অনুসন্ধান ও উদ্ধারকারী সংস্থা বাসারনাস এক বিবৃতিতে জানিয়েছে, উদ্ধার অভিযান চলাকালেই আটজনের লাশ উদ্ধার করা হয়েছে।  নিহতের মধ্যে ৭০ জনই মামুজু এবং বাকি ১১ জন মাজেনি এলাকার বলে জানিয়েছে সংস্থাটি।

এ ঘটনায় গুরুতর আহত ২৫৩ জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

শুক্রবারের ৬ দশমিক ২ মাত্রার ওই ভূমিকম্পে ৭৪০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। 

অনেকে ভিটেমাটি হারিয়ে পর্বতগুলোতে আশ্রয় নিয়েছেন আর বাকিরা উদ্বাস্তু কেন্দ্রগুলোতে গিয়ে উঠেছেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here