ইবি প্রতিনিধিঃ

বিশ্ববিদ্যালয়ের (ইবি) অনলাইনে দরপত্র (ই-জিপি) কেনাবেচার তথ্য ফাঁসের অভিযোগ উঠেছে। এ নিয়ে গত ১৮ই মার্চ বিভিন্ন জাতীয় পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। এমন সংবাদে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে দাবি করে সন্দেহের অবসান ঘটাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যথাযথ পদক্ষেপ নেয়ার অনুরােধ জানায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল চেতনায় বিশ্বাসী শিক্ষক সংগঠন ‘শাপলা ফোরাম’।

বুধবার (২৪ মার্চ) বিকেলে ফোরামের সভাপতি প্রফেসর ড. রেজওয়ানুল ইসলাম ও সাধারণ সম্পাদক প্রফেসর ড. মাহবুবর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে নেতৃবৃন্দরা বলেন, ইজিপি টেন্ডার প্রক্রিয়া আন্তর্জাতিকভাবে স্বীকৃত এবং ইসলামী বিশ্ববিদ্যালয় ‘মেগা প্রকল্প’ এই প্রক্রিয়ায় বাস্তবায়ন করে প্রসংশিত হয়েছে। গত ১৮ মার্চ , ২০২১ হতে বিভিন্ন জাতীয় পত্রিকায় ইজিপির তথ্য ফাঁস শিরােনামে প্রকাশিত সংবাদ ইসলামী বিশ্ববিদ্যালযের বাঙালী জাতীয়তাবাদ ও মহান মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সংগঠন ‘শাপলা ফোরাম’ এর দৃষ্টি আকৃষ্ট করেছে।

আমরা মনে করি এহেন সংবাদ বিশ্ববিদ্যালয় তথা বাংলাদেশ সরকারের কেন্দ্রীয় ইলেকট্রনিক ক্রয় পদ্ধতিটির ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে। এ বিষয়ে সকল সন্দেহের অবসান ঘটানাের লক্ষ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যথাযথ পদক্ষেপ গ্রহণের অনুরােধ জানান তারা।

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here