ইবি প্রতিনিধিঃ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) খালেদা জিয়া হলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে বুধবার হল প্রভোস্টের সভাকক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।

প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে কেক কাটেন।

খালেদা জিয়া হলের হাউজ টিউটর মাহবুবা সিদ্দিকার সঞ্চালনায় হলের প্রভোস্ট অধ্যাপক ড. রেবা মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বক্তব্য রাখেন। বিশেষ অতিথি হিসেবে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আতাউর রহমান, প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন, বাংলা বিভাগের অধ্যাপক গৌতম কুমার দাস, সহকারী প্রক্টর সাজ্জাদুর রহমান টিটু এবং শাখা ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে কেক কেটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়।

অনুষ্ঠানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনের বিভিন্ন বিষয়ের উপর আলোচনা উপস্থাপন করেন বক্তারা।

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here