আন্তর্জাতিক ডেস্কঃ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে সুইং স্টেটগুলোর ভোট নিয়ে ট্রাম্প ও বাইডেনের সমর্থকদের মধ্যে টানটান উত্তেজনা বিরাজ করছে। সবার চোখ এখন দোদুল্যমান এ রাজ্যগুলোর ওপর।  উইসকনসিনে ১০টি ইলেক্টোরাল ভোট রয়েছে। 

বিবিসি জানিয়েছে, প্রায় ৯৯ শতাংশ ভোট গণনা শেষে দেখা যাচ্ছে জো বাইডেন কিছুটা এগিয়ে আছেন ব্যাটলগ্রাউণ্ড হিসেবে পরিচিত উইসকনসিনে। ভোটের সে সংখ্যাটি ২০ হাজার। 

এর আগে ২০১৬ সালের নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প অপ্রত্যাশিতভাবে এ রাজ্যে প্রায় ত্রিশ হাজার ভোটের ব্যবধানে হিলারি ক্লিনটনকে হারিয়েছিলেন।

তবে এবার এখন পর্যন্ত বাইডেন এগিয়ে থাকলেও পার্থক্য খুবই কম থাকায় লড়াই চলছে বলা যায়।

এ রাজ্যের জয় পরাজয়ও হোয়াইট হাউজে কে যাবেন তা নির্ধারণে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হতে হলে ২৭০টি ইলেক্ট্রোরাল ভোট পেতে হবে। সংবাদ সংস্থা এপির তথ্য অনুযায়ী, ৫০টি অঙ্গরাজ্যের মধ্যে এখন পর্যন্ত ৪৩টি রাজ্যের তথ্য পাওয়া যাচ্ছে। তাতে ২৩৮টি ইলেক্টোরাল কলেজ ভোট পেতে যাচ্ছেন জো বাইডেন অপরদিকে ডোনাল্ড ট্রাম্প পেতে যাচ্ছেন ২১৩টি ভোট।

ব্যাটলগ্রাউণ্ড হিসেবে এখন পর্যন্ত যেসব অঙ্গরাজ্যের ইলেক্টোরল কলেজ ফলের অপেক্ষা সেগুলো হল, আলাস্কা (৩), নেভাদা (৬), উইসকনসিন (১০), মিশিগান (১৬), পেনসিলভানিয়া (২০), নর্থ ক্যারোলিয়া (১৫) ও জর্জিয়া (১৬)। এসব অঙ্গরাজ্যের ভোটেই দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচিত হবেন।

এর আগে  বিবিসি জানিয়েছে, হাওয়াই অঙ্গরাজ্যে জিততে চলেছেন জো বাইডেন। ১৯৫৯ সালে রাজ্যটি হওয়ার পর থেকে এখানে মাত্র দু বার রিপাবলিকান প্রার্থী জিততে পেরেছিল। এ রাজ্যে ইলেক্টোরাল ভোট আছে চারটি।

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here