সবুজদেশ ডেস্কঃ

নিষিদ্ধ হওয়ায় সাকিব আল হাসানকে অলরাউন্ডার র‌্যাঙ্কিং থেকে বাদ দিয়েছিল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। গত ২৯শে অক্টোবর তার এক বছরের নিষেধাজ্ঞা শেষ হয়েছে। আইসিসিও সাকিবকে ফিরিয়েছে র‌্যাঙ্কিংয়ে। আজ ওয়ানডে অলরাউন্ডার র‌্যাঙ্কিং আপডেট করেছে আইসিসি। সেখানে শীর্ষেই দেখা যাচ্ছে এই বাঁহাতি স্পিন অলরাউন্ডারকে। 


করোনা মহামারির কারণে এক বছর মাঠের বাইরে থেকেও মাত্র ৩টি ওয়ানডে মিস করেছেন সাকিব। এতে তার রেটিং পয়েন্টে কোনো প্রভাব পড়েনি। নিকট প্রতিদ্বন্দ্বী আফগানিস্তানের মোহাম্মদ নবীর চেয়ে ৭২ পয়েন্ট এগিয়ে আছেন সাকিব। ২৮১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন ইংলিশ পেস অলরাউন্ডার ক্রিস ওকস।

আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিং

সাকিব আল হাসান (বাংলাদেশ) – ৩৭৩ রেটিং
মোহাম্মদ নাবী (আফগানিস্তান) – ৩০১ রেটিং
ক্রিস ওকস (ইংল্যান্ড) – ২৮১ রেটিং
বেন স্টোকস (ইংল্যান্ড) – ২৭৬ রেটিং
ইমাদ ওয়াসিম (পাকিস্তান) – ২৭১ রেটিং
কলিন ডি গ্র্যান্ডহোম (নিউজিল্যান্ড) – ২৬৫ রেটিং
রশিদ খান (আফগানিস্তান) – ২৫৩ রেটিং
মিচেল স্যান্টনার (নিউজিল্যান্ড) – ২৫১ রেটিং
রবীন্দ্র জাদেজা (ভারত) – ২৪৬ রেটিং
শন উইলিয়ামস (জিম্বাবুয়ে) – ২৩৮ রেটিং

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here