ঢাকাঃ

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরো এক ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। ১৩ বছর বয়সী ওই কিশোরের নাম মো. হাসান। সে রাজধানীর মেরাদিয়া এলাকার একটি স্কুলে চতুর্থ শ্রেণিতে পড়তো।

ঢামেক হাসপাতাল সূত্রে জানা গেছে, গতকাল রোববার দিবাগত রাত পৌনে ১০টার দিকে হাসানের মৃত্যু হয়। তবে আজ সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করে কর্তৃপক্ষ।

হাসানের পিতা মোহাম্মাদ আলী ছেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, তাদের বাড়ি ভোলার দৌলতখান উপজেলার চরখলিফা গ্রামে। বর্তমান তারা খিলগাঁওয়ের গোড়ান এলাকায় থাকেন।

তিনি জানান, গত ২৮ জুলাই জ্বরে আক্রান্ত হলে হাসানকে খিলগাঁওয়ের খিদমা হাসপাতালে ভর্তি করা হয়। এর পর গত ৩ আগস্ট সেখান থেকে ঢামেক হাসপাতালে নেওয়া হয়। এর পর গতকাল রাতে তার ছেলের মৃত্যু হয়।

এক ভাই ও এক বোনের মধ্যে হাসান বড় ছিল বলেও জানান মোহাম্মাদ আলী।

ঢামেক হাসপাতালের সহকারী পরিচালক ডা. মো. নাসির উদ্দিন কিশোরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাতে তার মৃত্যু হয়েছে।

এ নিয়ে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ঢামেক হাসপাতালে চিকিৎসা নিতে আসা ১৩ জনের মৃত্যু হলো বলেও জানান ওই কর্মকর্তা।

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here