ঢাকাঃ

সদ্য প্রয়াত জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের আসনে (রংপুর-৩) আগস্টের শেষ সপ্তাহে তফসিল ঘোষণা করে অক্টোবরের প্রথম সপ্তাহে উপ-নির্বাচন করার পরিকল্পনা করছে নির্বাচন কমিশন (ইসি)।

রোববার ইসির ৫০তম সভায় নির্বাচন কমিশনাররা এ বিষয়ে একমত হয়েছেন। ইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র আরো জানায়, এ আসনের উপ-নির্বাচন ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের পরিকল্পনাও রয়েছে ইসির। 

এরশাদের মৃত্যুতে গত ১৪ জুলাই আসনটি শূন্য ঘোষণা করে এ সংক্রান্ত গেজেট প্রকাশ করে সংসদ সচিবালয়। রংপুর-৩ আসনের উপ-নির্বাচনের দিন-তারিখ নির্ধারণে ইসি সচিবালয় কমিশন সভায় দুইটি প্রস্তাব উপস্থাপন করে। এরমধ্যে কমিশন অক্টোবরের প্রথম সপ্তাহে নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে একমত হয়েছে।

ইসি বৈঠকের কার্যপত্রে বলা হয়, যেকোনো নির্বাচন আয়োজনে তফসিল ঘোষণা হতে নির্বাচন অনুষ্ঠেয় মোট ৩৫-৪৫ দিন সময় প্রয়োজন হয়। এসব দিন বিবেচনায় নিয়ে সেপ্টেম্বরের শেষ সপ্তাহে বা ১-৩ অক্টোবর অথবা ১০ অক্টোবর রংপুর-৩ শূন্য আসনে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। এই সময়ের মধ্যে এ উপ-নির্বাচন অনুষ্ঠানের জন্য আগস্টের শেষে অথবা ১ সেপ্টেম্বরের মধ্যে এ নির্বাচনের তফসিল ঘোষণা প্রয়োজন হবে। তবে সেপ্টেম্বরের শেষ সপ্তাহে নির্বাচন করতে হলে আগস্ট মাসের ২০ তারিখের মধ্যে এ নির্বাচনের তফসিল ঘোষণা প্রয়োজন হবে। 

ইসি কর্মকর্তারা জানান, গত বুধবার রংপুর-৩ আসনের শূন্য হওয়ার গেজেট ইসিতে এসেছে। এ উপ নির্বাচনের বিষয় কমিশনে উপস্থাপন হয়েছে। আগস্টের শেষ সপ্তাহে এ নির্বাচনের তফসিল হতে পারে। আর অক্টোবরে প্রথম সপ্তাহে উপ-নির্বাচনের ভোটগ্রহণ হতে পারে।

ইসি কর্মকর্তারা আরো জানান, রংপুর-৩ আসনের উপ-নির্বাচন আসন শূন্য হওয়ার পরবর্তী ৯০ দিনের মধ্যে করার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। সেই হিসাবে ১১ অক্টোবরের মধ্যে এ আসনে উপ-নির্বাচন করতে হবে।

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here