ঝিনাইদহঃ

সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দায়েরের ঘটনায় ঝিনাইদহের শৈলকুপায় পুলিশের বিরুদ্ধে মানুষের ক্ষোভ ক্রমেই বাড়ছে। সর্বশেষ দুই সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্র মুলক মামলা রেকর্ড করেছে শৈলকুপা থানার ওসি বজলুর রহমান।

এসবের প্রতিবাদে বৃহস্পতিবার দুপুরে শৈলকুপা প্রেসক্লাবের আয়োজনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ থেকে অবিলম্বে শৈলকুপা প্রেসক্লাবের উপদেষ্টা ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি আব্দুর রহমান মিল্টন ও প্রেসক্লাবের সদস্য রামিম হাসানের নামে রেকর্ডকৃত মিথ্যা নারী নির্যাতন মামলা প্রত্যাহার দাবি করা হয়েছে। গত বছরের ১৫ ডিসেম্বর সাংবাদিক মিল্টনের উপর হামলার ঘটনায় দুর্বৃত্তদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা থেকে রক্ষা পেতে হামলাকারী দুর্বৃত্তরা শৈলকুপা থানার ওসির যোগসাজসে এমন মিথ্যা মামলা সাজানো হয়েছে বলে অভিযোগ করছে সাংবাদিকরা।

এছাড়া শৈলকুপা থানার বিতর্কিত ওসির প্রত্যাহারে ৭ দিনের আন্দোলন কর্মসূচীর ঘোষনা দেয়া হয়। মানববন্ধন বিক্ষোভ ছাড়াও প্রেসক্লাবের সংবাদকর্মীরা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলামের নিকট স্মারকলিপি প্রদান করেছে।

মানববন্ধন ও বিক্ষোভে শৈলকুপা প্রেসক্লাব সভাপতি এম হাসান মুসা, সাধারণ সম্পাদক শাহীন আক্তার পলাশ, প্রথম আলোর স্টাফ রিপোর্টার আজাদ রহমান সহ জেলার সংবাদকর্মীরা বক্তব্য রাখেন।

প্রেসক্লাবের সাংবাদিকদের ৭দিনের ঘোষিত কর্মসূচীর মধ্যে রয়েছে বিক্ষোভ মিছিল-সমাবেশ, মানববন্ধন, স্বারকলিপি প্রদান, কর্ম বিরতি, অনশন, মুখে কালো কাপড় প্রদর্শন, থানার ইতিবাচক সংবাদ বর্জন।

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here