ফাইল ফটো

খুলনা প্রতিনিধিঃ

প্রাণঘাতী করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণরোধে খুলনা থেকে বিভিন্ন রুটের চারটি লোকাল ট্রেন বন্ধ করেছে রেলওয়ে। তবে আন্তঃনগর ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

আজ মঙ্গলবার (২৪ মার্চ) বেলা ১১টা ৪৫ মিনিটে খুলনা রেল স্টেশনের সহকারী স্টেশন মাস্টার কাজী আমিরুল ইসলাম বিষয়টি জানিয়েছেন।

তিনি বলেন, করোনা ভাইরাস এবং এর বিস্তার রোধে ট্রেন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে রেলপথ মন্ত্রণালয়। এ লক্ষ্যে মঙ্গলবার থেকেই খুলনা-গোয়ালন্দ রুটে নকশি কাঁথা এক্সপ্রেস, খুলনা-পার্বতীপুর রুটে রকেট মেইল, খুলনা-বেনাপোল রুটে বেতনা এক্সপ্রেস ও খুলনা-চাঁপাইনবাবগঞ্জ রুটে মহানন্দা এক্সপ্রেস বন্ধ করা হয়েছে। আপাতত শুধুমাত্র আন্তঃনগর ট্রেনগুলোর চলাচল স্বাভাবিক রয়েছে।

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here