যশোর প্রতিনিধিঃ

করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে ২৫ বছর বয়সী এক তরুণীকে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

সোমবার রাতে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল জরুরি বিভাগে চিকিৎসা নিতে গেলে তাকে ভর্তি করা হয়।

পরীক্ষা-নিরীক্ষার জন্য রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) নমুনা পাঠানোর উদ্যোগ নেয়া হয়েছে। ওই তরুণী যশোর সদর উপজেলার বাসিন্দা ও শহরের একটি বেসরকারি ক্লিনিকে কর্মরত ছিলেন।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আবদুর রশিদ জানান, সোমবার রাতে কাশি, সর্দি, জ্বর ও গলায় ব্যথা নিয়ে ওই নারী জরুরি বিভাগে চিকিৎসা নিতে আসেন। করোনাভাইরাস আক্রান্ত সন্দেহে তাকে আইসোলেশন ওয়ার্ডে পাঠানো হয়েছে।

মঙ্গলবার দুপুরে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. দিলীপ কুমার রায় বলেন, করোনাভাইরাসের উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসা নিতে আসা এক রোগীকে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি রাখা হয়েছে। তার শরীরে করোনাভাইরাস আছে কি না নিশ্চিত নয়। এ জন্য রক্তের নমুনা সংগ্রহ করে পরীক্ষা-নিরীক্ষার জন্য আইইডিসিআরে পাঠানো হবে। পরীক্ষার পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

তিনি আরও জানান, করোনা মোকাবেলায় আমরা প্রস্তুত আছি। যশোর জেনারেল হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে ১০টি শয্যাসহ মোট ৫০টি শয্যা প্রস্তুত রাখা হয়েছে। এ ছাড়াও করোনা চিকিৎসায় প্রয়োজনীয় সরঞ্জামের পর্যাপ্ত সরবরাহ আছে।

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here